মান্দারগাঁও হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

নিজস্ব প্রতিনিধি॥ মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাও উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম নুরুজ্জামান ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে ১নং বাইশগাঁও ইউনিয়নস্থ উক্ত হাইস্কুল মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় ফুলফুকুরিয়া আদর্শ ক্লাব ও মান্দারগাঁও স্কুল একাদশ অংশগ্রহণ করেন।
খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুজ্জামান ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম নুরুজ্জামান ভূঁইয়া খোকনের কনিষ্ঠ জামাতা আইটি বিশেষজ্ঞ (Senior Network and infrastructure Engineer) আমেরিকা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক এবং পার্শ্ববর্তী কেয়ারী গ্রামের কৃতি সন্তান ফয়সাল নাহিয়ান, মান্দারগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান খাদেম, বাইশগাও ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বাসেত, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের মোঃ শাহপরান, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি সাব-ইন্সপেক্টর মোঃ কালাম, ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার আল-আজিম সোহাগ, যুবদল নেতা সুমন পাটোয়ারী, গোলাম মোস্তফা সুমন ও সাবেক ছাত্রনেতা মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী প্রমূখ।
উক্ত খেলাটি দূরদর্শিতার সাথে পরিচালনা করেন মাসুদ রায়হান ভূঁইয়া।
মরহুম নুরুজ্জামান ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলার সার্বিক দায়িত্ব পালন করেন, মাস্টার ফিরোজ আলম ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মোল্লা, রাশেদ রবি, শুভ খান ও পারভেজ ভূঁইয়া প্রমুখ। খেলায় ফুলফুকুরিয়া একাদশ বিজয় অর্জন করে।