শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে  সিএনএন-এর জরিপে বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়ে

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সিএনএন-এর জরিপে বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়ে

৫৩ Views

            ষ্টাফ রিপোর্টার\ মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার পরও সমর্থন ধরে রেখেছেন তিনি। সিএনএনের সাম্প্রতিক এক জনমত জরিপ থেকে এমন আভাস পাওয়া গেছে।

            বাইডেনের জনপ্রিয়তা কমার পেছনে মূল কারণ হিসেবে তার ভুল গাজা নীতির কথা উল্লেখ করেছে সিএনএন। ৭১ শতাংশ ভোটার মনে করেন, গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে বাইডেন ভুল নীতি গ্রহণ করেছেন। মাত্র ২৮ শতাংশ মার্কিন নাগরিক তার গৃহীত নীতি সমর্থন করেন।

জরিপে দেখা গেছে, নানা কেলেঙ্কারি ও মামলা-মোকদ্দমায় প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও নিবন্ধিত ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থনের হার আগেরবারের জরিপের মতোই আছে। ৪৯ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছেন, তারা ট্রাম্পকে সমর্থন করেন। সিএনএনের গত জানুয়ারিতে চালানো জনমত জরিপেও একই ফল পাওয়া গিয়েছিল। জরিপে বাইডেনের প্রতি ৪৩ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন। জানুয়ারির জরিপে বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছিলেন ৪৫ শতাংশ মানুষ।

            জনমত জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ৫৫ শতাংশ বলেছেন, তারা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সফল বলে মনে করেন আর ৪৪ শতাংশ মনে করেন তিনি ব্যর্থ। ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়ার আগে এবং যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা হওয়ার কয়েক দিন পর একটি জরিপ চালানো হয়েছিল। তখন ৫৫ শতাংশ মানুষ বলেছিলেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালনে ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে তারা মনে করেন।

            নতুন জরিপে প্রেসিডেন্ট হিসেবে বাইডেন তার চলমান মেয়াদে এখন পর্যন্ত সফল না ব্যর্থ, তা জানতে চাওয়া হলে ৬১ শতাংশ বলেছেন তিনি ব্যর্থ। ৩৯ শতাংশ মনে করেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে সফল।

তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় ২০২২ সালের জানুয়ারিতে চালানো জনমত জরিপে ৫৭ শতাংশ মানুষ বলেছিলেন, তার প্রশাসন ব্যর্থ। তখন ৪১ শতাংশ তাকে সফল বলে উল্লেখ করেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের চলমান মেয়াদের বেশির ভাগ সময় তার প্রতি মানুষকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে দেখা গেছে।

            সিএনএনের নতুন জরিপেও দেখা গেছে, ৬০ শতাংশ মানুষ তাকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেন না। প্রেসিডেন্ট বাইডেনকে সমর্থন করেন ৪০ শতাংশ মানুষ। এক বছরের বেশি সময়ে সিএনএন যতগুলো জরিপ চালিয়েছে, তার সব কটিতে বাইডেনকে নিয়ে মানুষের মনোভাব প্রায় একই থাকতে দেখা গেছে।

            উল্লেখ্য, ১৮ থেকে ২৩শে এপ্রিল সিএনএনের জনমত জরিপটি চালানো হয়েছে। দৈবচয়নের ভিত্তিতে জাতীয়ভাবে ১ হাজার ২১২ জনকে নমুনা হিসেবে বেছে নেয়া হয়। এর মধ্যে ৯৬৭ জন নিবন্ধিত ভোটার। অনলাইনে কিংবা টেলিফোনে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি চালানো হয়েছে। সিএনএনের চালানো আগের জনমত জরিপগুলোর তুলনায় নতুন জরিপে তরুণ ভোটারদের মধ্যে বাইডেনের সমর্থন আরও কমেছে। ৩৫ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন ৫১ শতাংশ থেকে কমে ৪০ শতাংশ হয়েছে।

            সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও বাইডেন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র ও কর্নেল ওয়েস্ট এবং গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের ব্যাপারেও জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল। সবার মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছে ৪২ শতাংশ, বাইডেনের প্রতি ৩৩ শতাংশ, কেনেডির প্রতি ১৬ শতাংশ, ওয়েস্টের প্রতি ৪ শতাংশ এবং স্টেইনের প্রতি ৩ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন। জবভ: ঃযরশধহধ

Share This

COMMENTS