বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মির্জা ফখরুল ও আমীর খসরু কারামুক্ত

মির্জা ফখরুল ও আমীর খসরু কারামুক্ত
৪৬৩ Views

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ)  সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকাল পৌনে চারটার দিকে মহাসচিব ফখরুল ইসলাম ও আমির খসরু কারাগারের মূল ফটক থেকে বেরিয়ে আসেন। তারা দুজনই কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর রাজধানীতে বিএনপির মহা সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনা ঘটলে ২৯ অক্টোবর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ একাধিক অভিযোগে পুলিশের করা মামলায় বিএনপির এই দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়।

Share This