শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
৫২৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচং উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ মো. মাসুদ আলম (২৩) নামের এক সন্ত্রাসী আটক হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে চলা এ অভিযানের সময় ওই সন্ত্রাসীর কাছ থেকে ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

            গত সোমবার (১৬ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মাসুদ আলম কুমিল্লা আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার আহসান উল্লার ছেলে।

যৌথ বাহিনী সূত্র জানায়, গত ৮ই সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারীকে আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। সোমবার সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে মাসুদ আলম নামের ওই সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ আটক করা হয়।

Share This

COMMENTS