মুরাদনগরে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাটুপানি ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী ও পথচারীদের দুর্ভোগ


মো. হাবিবুর রহমান\ কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল নিউ মার্কেট মোড়ে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাটু পানি জমে যায়। অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থায় এলাকার ব্যবসায়ী, ছাত্রছাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন ইউপি সদস্য রমিজ মিয়া।
জানা যায়, কাজিয়াতল নিউ মার্কেট মোড়ের রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ জনবহুল পথ। ফলে রাস্তা ব্যবহারকারীরা এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে হাঁটু পর্যন্ত উঠে যায়, যার ফলে স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী ও স্কুল শিক্ষকরা জলাবদ্ধতার কারণে ক্রেতারা দোকানে আসতে পারেন না, যার ফলে তাদের বেচাকেনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জনগণ এখন প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে, যাতে এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয় এবং তাদের দুর্ভোগের অবসান ঘটে।
এলাকার জনগণের দুর্ভোগ লাঘবে ইউপি সদস্য রমিজ মিয়া গত বৃহস্পতিবার ইউএনও বরাবর আবেদন করে বলেন, ‘এই জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। বারবার বলার পরও ইউপি চেয়ারম্যান কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে ইউএনও মহোদয়ের কাছে আবেদন করেছি।’
আবেদনের প্রেক্ষিতে ইউএনও মো. আবদুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত। জলাবদ্ধতার কারণ চিহ্নিত করতে আমরা কাজ করছি। যাদের দোকানপাট বা বাড়িঘরের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, সেগুলোর বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে আবেদনকারী ইউপি সদস্যকে বলা হয়েছে’। তিনি আরও বলেন, ‘প্রতিবেদন পাওয়ার পর আমরা দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’