রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ২টি ইটভাটাকে  ৪ লাখ টাকা জরিমানা

মুরাদনগরে ২টি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

Views

            নিজস্ব প্রতিনিধি\ অনিয়মের দায়ে কুমিল্লার মুরাদনগরের স্বল্পা এলাকায় প্রভা বিক্স ও অনয় ব্রিকস নামে দু’টি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ইটভাটায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। গত সোমবার কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব ইটভাটা বন্ধ করে দেয়া হয়। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন ও পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর জোবায়ের হোসেন এই অভিযান পরিচালনা করেন।

            জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো মুরাদনগরের স্বল্পা এলাকার প্রভা ব্রিক্স অনয় ব্রিক্স। সুনির্ধারিত অভিযোগের ভিত্তিতে সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। এই সময় ইটভাটা কর্তৃপক্ষকে  ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা  করা হয়।  এছাড়াও পল্লী বিদ্যুতের সহায়তায় ভাটা দু’টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে মুরাদনগর উপজেলার বাংগরা থানা পুলিশ সহযোগিতা করেন।

Share This