শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ৭টি ড্রেজার মেশিন ও ৮ হাজার ফুট পাইপ বিনষ্ট

মুরাদনগরে ৭টি ড্রেজার মেশিন ও ৮ হাজার ফুট পাইপ বিনষ্ট

৭১ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের অভিযানে জলাশয় ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের অভিযোগে ৭টি ড্রেজার মেশিন এবং আনুমানিক ৮ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। গত রোববার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মুরাদনগর উপজেলার পূর্ব যাত্রাপুর, পশ্চিম যাত্রাপুর, ধামঘর, পশ্চিম বড় বিল, নোয়াগাঁও, কামাল­া, আহসানপুর বিল, উত্তর ত্রিশ, দক্ষিণ ত্রিশসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা।  বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঁইয়া জনি।

            সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা জানান, অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। দুর্গম এলাকা বলে মেশিন ও পাইপ জব্দ করে নিয়ে আসা সম্ভব হয়নি। যে ২টি মেশিন নিয়ে আসা সম্ভব হয় সেগুলো জব্দ করে থানায় দেয়া হয়েছে।

            উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঁইয়া জনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন তোয়াক্ক না করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে কতিপয় দুষ্কৃতিকারি মাটি ও বালু উত্তোলন করে আসছিলো। তারা ড্রেজার দিয়ে এসব মাটি উত্তোলন করে প্রতিনিয়ত কৃষি জমি বিনষ্ট করে আসছে। আমরা যেখান থেকেই এই ড্রেজারের তথ্য পাচ্ছি তাদের বিরুদ্ধেই অভিযান পরিচালনা করছি। দুর্গম এলাকা থেকে এসব ড্রেজার মেশিন ও পাইপ পরিবহন সম্ভব নয় বলে সেগুলো বিনষ্ট করা হয়েছে।

            তিনি আরো জানান, আমরা এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের বিষয়েও খোঁজ খবর নিচ্ছি। আরো বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।

            জানা গেছে, মুরাদনগরে গত ১৫ দিনে অন্তত ২০টি ড্রেজার মেশিন ও অন্তত ২০ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

Share This

COMMENTS