সোমবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যাবজ্জীবন কারাদণ্ড কমানোর প্রস্তাব বিবেচনায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

যাবজ্জীবন কারাদণ্ড কমানোর প্রস্তাব বিবেচনায়: স্বরাষ্ট্র উপদেষ্টা
১১ Views

বয়স বিবেচনায় নিয়ে বেশি বয়স্ক বন্দীদের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর বিষয়টি সরকার ভাবছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ৩০ বছর। তবে বয়সের বিষয়টি বিবেচনায় রেখে নারীদের ক্ষেত্রে এ মেয়াদ ২০ বছর এবং পুরুষদের ক্ষেত্রে কিছুটা বেশি হতে পারে। এটি নির্ভর করবে আসামির সাজার সময়কার বয়সের ওপর। তবে এখনো এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এবং প্রয়োজনে কিছু শর্তও যুক্ত করা হবে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধকে অগ্রহণযোগ্য উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা নির্বাচন কমিশনের বিষয়। যুক্তি–তর্কের ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নিয়েছে। জনগণের অভিযোগ থাকলে তা যথাযথ চ্যানেলে জানাতে হবে। কিন্তু সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকের মধ্যে অবরোধ না সরালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

বৈঠকে পুলিশের প্রশিক্ষণ, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, ছিনতাই–চুরি–ডাকাতি প্রতিরোধ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ, আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং রাকসু ও চাকসু নির্বাচন বিষয়েও আলোচনা হয়।

সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS