যুক্তরাষ্ট্রের টেক্সাসে কুমিল্লার কন্যার গৌরবজনক সাফল্য


কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজার এলাকার বানঘর গ্রামের সন্তান নওফাত কামাল মুনিফা আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য শিক্ষাগত সাফল্য অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্বনামধন্য University of Texas at Arlington (UTA) থেকে Biomedical Engineering বিষয়ে Bachelor of Science ডিগ্রি অর্জন করেছেন। ১২ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত গ্র্যাজুয়েশন কনভোকেশনে অংশগ্রহণ করে তিনি সর্বোচ্চ ফলাফল GPA 4.00 out of 4.00 অর্জনের মাধ্যমে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

নওফাত কামাল মুনিফা বিশিষ্ট শিল্পপতি লায়ন মোঃ নুরুন নবী ভূঁইয়া কামাল ও মাহবুব খানম দম্পতির বড় কন্যা। তাঁর এই অসাধারণ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

এ মেধাবী পরিবারের শিক্ষাগত অর্জন এখানেই শেষ নয়। মুনিফার একমাত্র ভাই আহনাফ তাজওয়ার কামাল একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে Data Science ও Statistics বিষয়ে মাস্টার্স অধ্যয়নরত। এছাড়া পরিবারের ছোট কন্যা নাফিসা কামাল ইতোমধ্যে A2 সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শিক্ষা, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে এই পরিবারের সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
