বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

যে ৩ জন ইমাম পবিত্র কাবা শরীফে রমজানের প্রথম তারাবি পড়ালেন

যে ৩ জন ইমাম পবিত্র কাবা শরীফে  রমজানের প্রথম তারাবি পড়ালেন
৪৫৯ Views

সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার ভিত্তিতে দেশটিতে রোববার প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে করে সোমবার (১১ই মার্চ) এ বছরের প্রথম রোজা পালন করছেন দেশটির মুসলমানরা। এ দিন রমজানের প্রথম তারাবিতে পবিত্র কাবায় ইমামতি করেছেন তিন ইমাম। রোববার (১০ই মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পবিত্র কাবার অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইনে’ জানানো হয়েছে, রমজানের প্রথম তারাবিতে তিনজন ইমাম নামাজ পড়িয়েছেন। তাদের মধ্যে প্রথমে নামাজ পড়ান শায়খ বদর আল তুর্ক।

এরপর ইমামতি করেন শায়খ ওয়ালিদ সামসান। আর সবশেষ ছিলেন শায়খ সুদাইস। তারাবির পর বিতরের নামাজেও ইমামতি করেন প্রখ্যাত এ শায়খ। এদিন ইশার নামাজেও ইমামতি করেন শায়খ সুদাইস। এ ছাড়া, রমজানের প্রথম তারাবির নামাজে মসজিদে নববীতে ইমামতি করেছেন শায়খ বারহাজি ও শায়খ কাসেম। রোববার সৌদি আরব ছাড়াও যুক্তরাষ্ট্রও একই দিন রোজা রাখা শুরু করেছে। এছাড়া চাঁদ দেখার প্রস্তুতি নিয়েও চাঁদ দেখা না যাওয়ায় জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ওমানে চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশে মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে।

Share This