রাকসু ভোটে দুই মেরু: ছাত্রদল চায় পেছানো, শিবির চায় ঠিক সময়ে


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের মধ্যে।
ছাত্রদলের সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দীন দাবি করেছেন, দুর্গাপূজার ছুটির পর নির্বাচন আয়োজন করা হোক। অন্যদিকে, ছাত্রশিবির–সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জানিয়েছেন, তারা ২৫ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই নির্বাচন চান।
আজ সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে শেখ নূর উদ্দীন বলেন, “ছাত্রদল সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু ক্যাম্পাসের উৎসবমুখর পরিবেশ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে চলে গেছেন, ভোটারও কম। আমরা চাই, সর্বোচ্চ ভোটারের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে নির্বাচন হোক। তাই নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, বিষয়টি বিবেচনা করে ছুটির পরে নির্বাচন দিন।”
অন্যদিকে, বিকেলে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোস্তাকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়েছি—প্রথমত, নির্বাচন অবশ্যই যথাসময়ে হতে হবে; দ্বিতীয়ত, নির্বাচনের দিন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে; তৃতীয়ত, ভোট গণনা হতে হবে সুষ্ঠুভাবে; এবং চতুর্থত, ভোটের দিনই ফলাফল ঘোষণা করতে হবে।” তিনি আরও যোগ করেন, যারা পরাজয়ের আশঙ্কায় আছেন, তারাই নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন।
মোস্তাকুর রহমান আরও দাবি করেন, প্রচারণার সময় তাঁরা অধিকাংশ শিক্ষার্থীকে হলে দেখেছেন। যে কয়েকজন ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন, তাঁদের উদ্বেগ হচ্ছে নির্বাচন সময়মতো হবে কি না। প্রশাসন যদি নিশ্চিত করে যে নির্বাচন ২৫ তারিখেই অনুষ্ঠিত হবে, তাহলে শিক্ষার্থীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই।
এর আগে দুপুরে কয়েকটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পরেই রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হোক।