
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

৩৭ Views
শুক্রবার বিকেল ৪টা ৫২ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছাকাছি, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতারও উৎপত্তিস্থলের বিষয়টি নিশ্চিত করেছেন। এটি স্বল্প থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।
এর আগে, ২৮ মার্চ মিয়ানমারে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়। প্রথমটির মাত্রা ছিল ৭.৭, দ্বিতীয়টির ৬.৪। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে এবং মিয়ানমারে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।