রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বিতর্কে সিন্ডিকেটের জরুরি বৈঠক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় আজ রোববার বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের জরুরি সভা শুরু হয়েছে। উপাচার্যের বাসভবনে থাকা এক কর্মকর্তা সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল ৪টার দিকেও শিক্ষকদের গাড়ি একে একে বাসভবনের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার দিবাগত রাত ১টার দিকে ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রোববার সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মো. মুক্তার হোসেন জানান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা আজ কর্মবিরতিতে আছেন। তিনি বলেন, “সিন্ডিকেট কী সিদ্ধান্ত নেয়, সেটার ওপর ভিত্তি করে আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।”
অন্যদিকে, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান জানান, বর্তমান পরিস্থিতিতে রাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি বলেন, “আমরা সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তাই এখন কোনো প্রচারণা চালাচ্ছি না।”
ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “শিক্ষকদের লাঞ্ছনার বিচার না হলে সোমবারও কর্মবিরতি চলবে। আমরা সিন্ডিকেট সভার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।”