রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ যন্ত্র চালানোর অনুরোধ

রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ যন্ত্র চালানোর অনুরোধ
৫১৭ Views

চলতি সেচ মৌসুমে কৃষকদের সর্বোচ্চ ৮ ঘণ্টা সেচ যন্ত্র চালানোর অনুরোধ করা হয়েছে। রাত ১১টার পর থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত তারা সেচ কার্যক্রম চালাতে পারবেন।  বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ে কৃষকদেরকে অফ-পিক আওয়ারে অর্থাৎ রাত ১১টার পর থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

দুর্ঘটনা এড়াতে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকা। নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকা। বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জিং থেকে বিরত থাকা। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতিতে সেচ কাজ সম্পাদন করা এবং সর্বোপরি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া।

এ ছাড়া বিদ্যুৎ সেবা পেতে যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য বিদ্যুৎ বিভাগের হট লাইন নম্বরে (১৬৯৯৯) যোগাযোগ করতে বলা হয়েছে। বিদ্যুৎ সুবিধা প্রদানে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে বলেও জানানো হয়।

প্রতিবছর ফেব্রুয়ারি থেকে সেচ মৌসুম শুরু হয়, যা ৩১ মে পর্যন্ত চালু থাকে। এ সময় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায়।

Share This

COMMENTS