বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাত ৮:২০-এ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, বিকেল ৫টায় পাঠ করবেন ‘জুলাই ঘোষণাপত্র’

রাত ৮:২০-এ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, বিকেল ৫টায় পাঠ করবেন ‘জুলাই ঘোষণাপত্র’
৬৩০ Views

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ তথ্য জানিয়ে আজ বেলা পৌনে একটার পর প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।

এ ছাড়া আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য আয়োজনে অধ্যাপক ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উল্লেখ্য, ‘জুলাই ঘোষণাপত্র’ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের একটি ঐতিহাসিক দলিল। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এটি চূড়ান্ত করেছে। দলগুলো এই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে একমত হয়েছে।

Share This