লন্ডনের ট্রাফালগার স্কয়ারে কোটা আন্দোলনে বাংলাদেশী ছাত্রনেতা নোমান হোসেনের অংশগ্রহন
৫০ Views
গত ২২শে জুলাই ২০২৪ইং লন্ডন এর ট্রাফালগার স্কয়ারে কোটা আন্দোলনের ডাক দেয় ইউ.কে বিএনপি ও সাধারন ছাএ-ছাত্রীরা এবং বিভিন্ন আন্তর্জাতিক হিউম্যান রাইটস অর্গানোইজেশন। এ সময় উপস্থিত ছিলেন, লাকসামের ছাত্রনেতা ও কুমিল্লা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রদলের সাবেক জেনারেল সেক্রেটারী নোমান হোসেন। তিনি ERI (ERIEQUAL RIGHTS international) এর পক্ষ থেকে ওইদিন কোটা পদ্ধতি বাতিল ও সাধারন ছাত্র-ছাত্রীদের হত্যার বিচার দাবিতে আন্দোলনে যোগ দিয়েছিলেন। -বিজ্ঞপ্তি