মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামের মুদাফরগঞ্জ ও লাকসাম পূর্ব ইউনিয়নে  ২ ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য প্রার্থী ১৩ জন

লাকসামের মুদাফরগঞ্জ ও লাকসাম পূর্ব ইউনিয়নে ২ ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য প্রার্থী ১৩ জন

৭১ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ও লাকসাম পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ই মার্চ। ১৩ই ফেব্রæয়ারী শেষদিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কার্যালয়ে সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

            মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ৬শ’ ৯ জন। তম্মধ্যে পুরুষ ১ হাজার ৩শ’ ৬৬ জন। মহিলা ভোটার ১ হাজার ২শ’ ৪৩ জন। অপরদিকে, লাকসাম পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মোট ১ হাজার ৪শ’ ৬১ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৭শ’ ৯৮ জন, মহিলা ৬শ’ ৬৩ জন। গত বৃহস্পতিবার (১৫ই ফেব্রæয়ারী) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মহিউদ্দিন মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে মুদাফরগঞ্জ দক্ষিন ইউনিয়নে ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১০ জন প্রার্থী ও লাকসাম পূর্ব ইউনিয়নে ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

            মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাধারণ সদস্য পদে প্রার্থীরা হলেন- মিজানুর রহমান, শাহ আলম, আবুল কালাম, সাজ্জাদ হোসেন, পারভীন বেগম, আমেনা বেগম, আমান উল্লাহ, নাছির উদ্দীন, সোহাগ আলম ও শুকু রঞ্জুন দাস। অপরদিকে, লাকসাম পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থীরা হলেন- শাহাজাহান, মোসলেম ও আবদুল মান্নান।

            উল্লেখ্য, গত বছরের ৩১শে আগষ্ট মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেমকে মাদক সেবনকারীরা দা দিয়ে কুপিয়ে হত্যা করে। অপরদিকে, একই বছরে লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে একই নামের সদস্য আবুল কাশেম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। ২ ওয়ার্ডের ২ সদস্যের মৃত্যুতে ওই পদটি শুন্য হয়ে গেলে উপ-নির্বাচনের তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশনার।

Share This