সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামের রাজঘাটে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণাংলকার লুট

৪২ Views

            নিজস্ব প্রতিনিধি\ লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজঘাটে প্রবাসীর স্ত্রী ফাতেমা নূর পারভীন (৩৫) ও মেয়ে খাদিজা রহমান আনিছাকে (৮) দিনেদুপুরে মেহমান সেজে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে স্বর্ণাংলকার লুট করে নিয়ে যায়।

            গত রোববার (২৩শে মার্চ) দুপুর ১ঃ১৫ মিনিটে কাতার প্রবাসী আনিসুর রহমান (৪৫) ও ছেলে আবদুল্লাহ আল আরমান নিলয় (২২) বিদেশে অবস্থান করায় নিজস্ব টিনসেট বিল্ডিংয়ের বাসায় এ ঘটনা ঘটে। যা সিসিটিভি ফুটেজ রেকর্ড আছে।

            ভুক্তভোগী জানান, তার মেয়ের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে তার কানের দুল ও গলার চেইনসহ ২ ভরি স্বর্ণ জোরপূর্বক নিয়ে পালিয়ে যায় এবং এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। ফাতেমা নূর পারভীন বাদী হয়ে পশ্চিমগাঁও রাজঘাটের আবু তাহেরের ছেলে রুবেল হোসেনকে (৩০) বিবাদী করে লাকসাম থানায় একটি অভিযোগ দাখিল করেন।

            স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সাথে জড়িত রুবেল হোসেন একাধিক চুরি, ডাকাতি,  ছিনতাই ও মাদক  মামলার আসামী এবং তার স্ত্রী ও তার সহযোগী হিসেবে কাজ করে বলে সূত্র নিশ্চিত করে।

Share This