মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন

লাকসামে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন
৯৬ Views

            ষ্টাফ রিপোর্টার\ জন্ম একবার, মৃত্যু একবার, বিড়ম্বনা নয় বারবার’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লাকসামে গত রোববার (২রা ফেব্রæয়ারি সকালে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উপলক্ষে ফ্রি জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

            উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাউছার হামিদের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত থেকে ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

            এতে কুমিল্লার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস.এম. গোলাম কিবরিয়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এসময় লাকসাম পৌরসভায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, পৌরসভার (মিউনিসিপ্যাল) মেডিকেল অফিসার ডা, মোহাম্মদ আল ইমরান, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, বিএনপি নেতা আবদুর রহমান বাদল, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, পৌরসভার প্রধান সহকারী আবুল খায়ের।

            এছাড়াও উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আনোয়ারা বেগমের সভাপতিত্বে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উপলক্ষে ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও গোবিন্দপুর ইউনিয়ন জন্ম-মৃত্যু নিবন্ধক মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি আজহারুল হক খোকা, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক শফিউল আলমসহ ইউনিয়ন ও ওয়ার্ড স্বাস্থ্য সহকারী এবং বিভিন্ন এলাকার সুবিধাভোগী জনসাধারণ।

            এদিকে উপজেলার আটটি ইউনিয়নে স্ব-স্ব নিবন্ধক জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উপলক্ষে একযোগে ফ্রি জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন।

Share This

COMMENTS