রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালি

লাকসামে জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালি

৯৭ Views

            ষ্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস উপলক্ষে লাকসাম বাইপাসে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বিজয় র‌্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হাউজিং এস্টেট  জামে মসজিদের সামনে থেকে সংগঠনটির লাকসাম পৌরসভা শাখার উদ্যোগে বিজয় র‌্যালি শুরু হয়ে লাকসাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ  শেষে উপজেলা চত্বরের  সামনে এসে সমাবেশে জড়ো হয়।

            র‌্যালি পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌর আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী  বলেন, একটি দল মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। ক্ষমতার মসনদে বসে তারা নানা ধরনের অন্যায় অপরাধ করেছে। বিরোধী মত দমনে এমন কোনো কাজ নেই, যা তারা করেনি। অসংখ্য নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং জেলে বন্দি রেখেছে। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুানে তাদের ক্ষমতার মসনদ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। যে স্বাধীনতা ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে এসেছে, সেটি যেকোনো মূল্যে রক্ষা করা হবে।

            বিজয় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. সৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা জাময়াতে ইসলামীর আমীর জহিরুল ইসলাম, পৌর সেক্রেটারী মোঃ শহিদুল্লাহ্, কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি জাহিদুর রহমান প্রমুখ।

Share This