লাকসামে তারুণ্যের উৎসবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার লাকসামে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮শে জানুয়ারি) সকাল ১০টায় লাকসাম পৌরসভা চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাউছার হামিদ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, রাজনৈতিক আবুল হাসেম মানু, আবদুর রহমান বাদল, নুর হোসেন, সাংবাদিক আবদুল কুদ্দুস, মুজিবুর রহমান দুলাল, মনির আহমেদ, মশিউর রহমান সেলিম প্রমূখ।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে লাকসাম উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলার সকল সরকারি অফিস, বেসরকারি অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বেচ্ছাসেবী সংগঠন, সিভিল সোসাইটি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ জানান, সকাল ১০টায় একযোগে লাকসাম পৌরসভাকে ১৫টি বøকে ভাগ করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উক্ত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য ক্লিন-গ্রিন লাকসাম বিনির্মাণ সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি সকলকে নিজেদের অফিস, বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশে-পাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।