শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

লাকসামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
১৭ Views

            তমিজ উদ্দিন চুন্নু\ বাংলাদেশ জাতীয়তাবাদী  দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি যৌথ আয়োজনে গত বুধবার বিকেলে  পৌরসভা চত্বর থেকে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও  লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালামের  নেতৃত্বে উৎসব মুখুর পরিবেশে বিশাল বণ্যার্ঢ  র‌্যালি অনুষ্ঠিত হয়। ওইদিন দুপুর থেকে লাকসামের সব কয়টি ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড  থেকে দলীয় কর্মীরা জিয়া, খালেদা, তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড,  জাতীয় ও দলীয় পতাকা রং, বেরং এর পেস্টুন হাতে নিয়ে  জড়ো হয়।              ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বিশেষ আর্কষন ছিল ঘোড়া গাড়িতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেজেছেন এক বিএনপি নেত্রী। তিনি হাত নাড়িয়ে হাজার হাজার নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

            আনন্দ র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মীদের ¯েøাগানে ¯েøাগানে মুখরিত হয় লাকসাম শহর। লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদের সভাপতিত্বে আয়োজিত  র‌্যালি পূর্বে সমাবেশে বক্তব্য  রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, সদস্য মুজাহিদ চৌধুরী, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির  সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ নুর উল্লাহ্ রায়হান,  পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাবেক সাবেক যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলিল, নুর নবী মজুমদার, নুর হোসেন চেয়ারম্যান,  অধ্যাপক আবুল হোসেন,  মাষ্টার মোস্তফা কামাল, উপজেলা বিএনপির প্রেস সচিব মোঃ শাহআলম, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ খসরু, আলহাজ মোন্তফা কামাল, এডভোকেট নিজাম উদ্দিন,   উপজেলা বিএনপির সাংগঠনিক মোশাররফ হোসেন মুশু,  টি.আর  হারুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক,  আবু বক্কর সিদ্দিকী ভূঁইয়া মিল্টনসহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ।

 উল্লেখ্য, দেশের এক চরম ক্রান্তিকালে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বীর উত্তম জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষার অঙ্গিকার নিয়ে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। শহীদ জিয়ার গণতন্ত্রের প্রতি আস্থা ছিলো সুগভীর। বিএনপি’র  ১৯ দফা কর্মসূচী  রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি জনগণ সার্বিকভাবে গ্রহণ করে। এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মতে ‘ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং ভৌগলিক ভুখন্ডের ওপর ভিত্তি করে ‘বাংলাদেশী পরিচয়’ প্রতিবেশী দেশগুলোর চেয়ে আলাদা ও নিজের কাছে অনন্য।’ তাই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গিকার বাস্তবায়নে বিএনপি’র সকল নেতাকর্মী নিরলস ও একনিষ্ঠ আপোষহীন লক্ষ্যে স্থির।

Share This