বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লাকসামে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল কালামের মনোনয়নপত্র দাখিল

লাকসামে বিএনপি মনোনীত ধানের শীষের  প্রার্থী আবুল কালামের মনোনয়নপত্র দাখিল
৪৫ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্ল­া-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ২৯শে ডিসেম্বর দুপুর ১২টায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান তার কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

            মনোনয়নপত্র জমাকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমদ, সহ.সভাপতি ডাঃ মোঃ নূর উল্লাহ রায়হান, সাধারন সম্পাদক গোলাম ফারুক,  মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান দোলন প্রমুখ। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ আবুল কালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়নে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন। পাশাপাশি তিনি নির্বাচনের পূর্বঘোষিত অঙ্গিকার ও প্রতিশ্রæতিগুলো পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

            উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৯শে ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০শে ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ঠা জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ই জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত।

Share This