মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

লাকসামে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

১৬৩ Views

            ষ্টাফ রিপোর্টার॥ কুমিল্লার লাকসাম উপজেলায় যথাযথ মর্যাদায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে সকাল সাড়ে ৬টায় উপজেলা পরিষদের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসরীন সুলতানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।        লাকসাম উপজেলা পরিষদ প্রাঙ্গণ ছাড়াও উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনার ও বেলতলী বধ্যভূমি, লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

            লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা, ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজিয়া বিনতে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আল-আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মনিষা পালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

            এছাড়া, লাকসাম উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।

Share This