শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে যানজট নিরসনে জরুরীভাবে ব্যাংক রোড ‘ওয়ানওয়ে’ করা আবশ্যক

লাকসামে যানজট নিরসনে জরুরীভাবে ব্যাংক রোড ‘ওয়ানওয়ে’ করা আবশ্যক

৭৭ Views

          

  ষ্টাফ রিপোর্টার\ তীব্র যানজটের কারণে বিশেষ করে লাকসাম ব্যাংক রোডে মানুষজন ভীষণ হিমশিম খাচ্ছেন। সেহেতু অবিশ্বাস্য রকমের এমন যানজট কমিয়ে আনতে প্রাথমিকভাবে ব্যাংক রোডকে ওয়ানওয়ে করার উদ্যোগ গ্রহণ করা একান্ত আবশ্যক হয়ে পড়েছে। লাকসাম পৌর কর্তৃপক্ষের কাছে এমন দাবী জানিয়ে আসছেন দৌলতগঞ্জ বাজারের অনেক ব্যবসায়ী ও ভুক্তভোগীরা।

            উল্লেখ থাকে যে, আগে-পূর্বে লাকসাম পৌর শহরে দিনের বেলায় রাস্তায় ট্র্যাক দেখা যেতো না। অনুমতিও ছিলো না। এখন দিনের বেলাতেই ট্রাক নেমে পড়ে রাস্তায় এবং দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টাও। কখনো মামলা খেয়ে আবার কখনো ম্যানেজ করে ট্র্যাকওয়ালারা ঠিকই পৌঁছে যায় এবং দাঁড়িয়ে থাকেন দীর্ঘক্ষন। বিশেষ করে দৌলতগঞ্জ বাজারের অত্যন্ত কনজেষ্টেড ব্যাংক রোডে। অনেক ট্র্যাক চালক আর ব্যবসায়ীরা নিয়ম, নীতি এবং আইনের তোয়াক্কা না করার প্রেক্ষিতে ইদানীং লাকসাম পৌর শহরে তীব্র জ্যামের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

            এমতাবস্থায় এহেন তীব্র ট্র্যাফিক জ্যাম থেকে আপাতত: পরিত্রাণের উপায় হিসেবে ভুক্তভোগীদের দাবী এই যে, প্রাথমিকভাবে দৌলতগঞ্জ বাজারের অত্যন্ত কনজেষ্টেড-ওভারক্রাউডেড ব্যাংক রোডকে ওয়ানওয়ে করার পরিকল্পনা গ্রহণ করা একান্ত আবশ্যক হয়ে পড়েছে। এমনটা বাস্তবায়ন করা হলে লাকসামের ট্র্যাফিক জ্যাম অনেক কমে যাবে। এতে করে নিদারুণ ভোগান্তি থেকে কিছুটা রক্ষা পাবেন পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকরা। সেহেতু, অবিলম্বে ব্যাংক রোডকে ওয়ানওয়ে করার ব্যাপারে ভোক্তভোগীরা লাকসাম পৌরসভা মেয়রের দরবারে জোর দাবী জানিয়েছেন। এ প্রেক্ষিতে আমরাও মনে করছি যে, উল্লেখিত বিষয়ে লাকসাম পৌর সভা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং এতে করে এখানকার ট্র্যাফিক জ্যাম কিছুটা নিয়ন্ত্রন করা গেলে দুর্ঘটনা এবং ব্যাংক রোডে চলাচলকারীদের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনা যাবে। ছবিঃ লাকসামবার্তা

Share This