বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ যুবক গ্রেপ্তার

লাকসামে যৌথবাহিনীর অভিযানে  অস্ত্র ও মাদকসহ ৪ যুবক গ্রেপ্তার
Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার লাকসামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- পৌর শহরের পূর্ব লাকসামের কাজী রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩৫), একই এলাকার আবুল হাসেমের ছেলে ইব্রাহিম খলিল (৩০), উপজেলার আজগরা ইউনিয়নের কালিয়াচৌঁ গ্রামের মরণ চন্দ্র দাসের ছেলে সঞ্জয় চন্দ্র দাস (৩৫) এবং উপজেলার কৃষ্ণপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে মাকছুদ মিয়া (২৫)।

            লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪শে জুন বিকেলে লাকসামে সেনাক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনী এবং লাকসাম থানা পুলিশ পৌর শহরের পূর্ব লাকসাম বাইপাস এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা, একটি সুইসগিয়ার ছুরি, একটি চাইনিজ কুড়াল, চারটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৯৩ হাজার ৪৬০ টাকা, পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের ৩টি চেকবই উদ্ধার করা হয়।

            এ ব্যাপারে লাকসাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ওই ৪ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাকসাম থানায় একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Share This

COMMENTS