রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসাম পুরাতন দৈনিক বাজারের বেহাল দশা!

লাকসাম পুরাতন দৈনিক বাজারের বেহাল দশা!

Views

ষ্টাফ রিপোর্টার\ লাকসাম পৌর শহরের উপকন্ঠে অবস্থিত পুরাতন দৈনিক বাজারের বেহাল দশার কারণে ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্য নৈমিত্তিকভাবে। এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি যুগ যুগ থেকেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এক কালের এই বিখ্যাত বাজারটি দেখার কেউ নেই। ময়লা-আবর্জনা আর কাদা-পানির দূর্গন্ধে বাজার করতে আসা মানুষজন প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন।

জানা গেছে যে, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন আমলের পরবর্তিকালে তৎকালীন জমিদার অমূল্য কৃষ্ণ রায় চৌধুরীর মালিকানাধীন লাকসাম মৌজার ২৪৯ দাগের সম্পত্তির উপর লাকসাম ব্যাংক রোড থেকে পূর্ব দিকে নোয়াখালী রেল লাইন পর্যন্ত জায়গার উপর টিনসেডের এই দৈনিক বাজারটি স্থাপন করা হয়। এর পর থেকে এখানে আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার ফলে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বর্তমানে এক কালের এই বিখ্যাত বাজারটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। অবিলম্বেই বাজারটি সংস্কারের জন্য ভুক্তভোগী ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।    ……………………………………………………………………………ছবিঃ লাকসামবার্তা

Share This

COMMENTS