লাকসাম পৌর শহরের অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান


লাকসাম পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাথ ও যান চলাচলের রাস্তার দুই পাশ দখল করে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য দোকানপাটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। পথচারীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় যেমন জনদুর্ভোগ বাড়ছে, তেমনি যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বিশেষ করে শহরের ব্যস্ততম এলাকাগুলোতে ফুটপাথ সম্পূর্ণ দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন, যা শিশু, নারী ও বৃদ্ধদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনেই দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠলেও এতদিন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অবশেষে নাগরিকদের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুসুলতানার নেতৃত্বে পৌরশহরের বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে রাস্তা ও ফুটপাথ দখল করে দোকানপাট স্থাপনকারী অনেক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও, মানবিক বিবেচনায় কিছু ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে জরিমানা না করে রাস্তার ওপর থেকে তাদের অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে পুনরায় কোনো ধরনের অবৈধ দখলদারিত্ব না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্টদের উদ্দেশে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।
স্থানীয়রা জানান, এ ধরনের অভিযান নিয়মিত হলে লাকসাম পৌরশহরের যান চলাচল স্বাভাবিক হবে এবং পথচারীরা স্বস্তিতে চলাফেরা করতে পারবেন। পৌরবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ দখলমুক্ত শহর গড়তে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
