
লাকসাম স্টেডিয়াম মাঠে বিএনপির বিশাল জনসভা আগামীকাল

ষ্টাফ রিপোর্টার\ রাষ্ট্র সংস্কারে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আগামিকাল বৃহস্পতিবার (২০শে ফেব্রæয়ারি) বিকেল ৩টায় লাকসাম স্টেডিয়াম মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি থাকবেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা থাকবেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশাল এ জনসভায় সভাপতিত্ব করবেন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। বিশিষ অতিথি হিসেবে থাকবেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভ‚ঁইয়া, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা উত্তর জেলা আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল অব. এম আনোয়ারুল আজিম, সহ.সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন, কুমিল্লা দক্ষিন জেলা সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফ তারেক মুন্সী।
উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর লাকসামে বিএনপির এ বিশাল জনসভা সাফল্যমন্ডিত করতে স্থানীয় নেতা-কর্মীরা প্রানপন চেষ্টা করে যাচ্ছেন। তাছাড়া, বিএনপির এ জনসভাকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎফুল্ল বিরাজ করছে।