শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাইয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে স্মার্ট ফোন বহন করায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার

লালমাইয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে স্মার্ট  ফোন বহন করায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার
Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাইয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে স্মার্ট ফোন বহন করার অপরাধে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী।

            গত বৃহস্পতিবার (২৬শে জুন) উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের আওতাধীন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে।

            জানা গেছে, ওইদিন সকালে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পরেই ভেন্যু কেন্দ্রটি পরিদর্শনে যান লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। এ সময় তিনি স্মার্টফোন বহন করার অপরাধে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করতে কেন্দ্র সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

            অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের সচিব কামরুল হাসান বলেন, ‘কেন্দ্রের অধীনে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে লালমাই সরকারি কলেজের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ দিচ্ছে। প্রথম পরীক্ষার দিনে ইউএনও স্যার পরিদর্শনে এসে ৩ জন পরীক্ষার্থীকে স্মার্ট ফোন ব্যবহার করতে দেখেন। স্যারের নির্দেশে ওই ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

            লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, পরীক্ষার হলে যে কোন ধরেন মোবাইল ফোন বহন ও ব্যবহার করা নিষিদ্ধ। হল পরিদর্শনে গিয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন পরীক্ষার্থীর কাছে স্মাটফোন পাওয়া গেছে। তাদের বহিষ্কার করতে কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে।

            উল্লেখ্য, লালমাই উপজেলার ৩টি কেন্দ্র ও ১টি ভেন্যু কেন্দ্রে এইচএসসি এবং আলিমের মোট ১ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এদের মধ্যে লালমাই সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ২৪৮ জন পরীক্ষার্থী অধ্যক্ষ আবুল মজুমদার মহিলা কলেজ কেন্দ্রে, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের ৪১৩ জন পরীক্ষার্থী বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ ও সুরুজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ১৯০ জন পরীক্ষার্থী ছোট শরীফপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এছাড়া, ফয়েজগঞ্জ আলিম মাদরাসার ২৬ জন, মোহনপুর আলিম মাদরাসার ১৮ জন, হলদিয়া উসমানিয়া মহিলা মাদরাসার ১৫ জন ও বেতাগাঁও আলিম মাদরাসার ১০ জন পরীক্ষার্থী ফয়েজগঞ্জ আলিম মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ দিচ্ছে।

Share This

COMMENTS