বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমাইয়ে গাইনি চিকিৎসক সেজে ১০ বছর ধরে প্রতারণা

লালমাইয়ে গাইনি চিকিৎসক সেজে ১০ বছর ধরে প্রতারণা
২৫৮ Views

            নিজস্ব প্রতিনিধি\ এমবিবিএস ডিগ্রি নেই; নেই বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন। অথচ দীর্ঘ এক দশক ধরে নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মোসা. আছিয়া আক্তার নামের এক নারী। গর্ভবতী নারীদের চিকিৎসা থেকে শুরু করে করাতেন নরমাল ডেলিভারিও।

            বিষয়টি নজরে আসার পর গত বুধবার (৯ই জুলাই) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে অভিযান চালিয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। তাকে সহায়তা করেন লালমাই আর্মি ক্যাম্প ও ভুশ্চি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

            দন্ডপ্রাপ্ত আছিয়া আক্তার উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি বাজার এলাকার আবদুর রশিদের মেয়ে। তিনি ভুশ্চি উপ-স্বাস্থ্য কেন্দ্রের পাশে ভাড়া বাসায় ‘মেসার্স সুরাইয়া মেডিকেল হল’ নামে একটি চেম্বার চালাতেন। সেখানেই চিকিৎসা দেয়ার নামে রোগীদের কাছ থেকে ফি আদায় করতেন।

            স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ভুয়া চিকিৎসক বিভিন্ন জটিল গাইনি সমস্যায় আক্রান্ত নারীদের ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন। অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ কেউ স্বাস্থ্যঝুঁকিতেও পড়েছেন। অভিযানের পর এলাকাবাসী প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান।

            লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা জানান, আছিয়া আক্তার এমবিবিএস ডিগ্রি ও বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়াই চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তার চেম্বার থেকে প্রতারণার প্রমাণ পাওয়া যায়। পরে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন প্রতারণা না করার অঙ্গীকারে মুচলেকা নেয়া হয়েছে।

Share This

COMMENTS