বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোকরানা ও দোয়া

লালমাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  নিহতদের স্মরণে শোকরানা ও দোয়া
২০৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গত শনিবার সকালে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

            লালমাই উপজেলা জামায়াতে ইসলামী আমীর সরওয়ার কামাল মজুমদারের সভাপতিত্বে শোকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলানী কেন্দ্রীয় সুরা সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা -১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

            লালমাই উপজেলা জামায়াত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবদুর নুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, মুহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতে আমীর ও শিবির নেতৃবৃন্দ। মাহফিল শেষে বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, প্রধান অতিথি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

Share This