বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাইয়ে মদীনা জামাতের পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল

লালমাইয়ে মদীনা জামাতের পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল
Views

            খান মোহাম্মদ রুবেল হোসেন\ গত ৬ই জুলাই বাদে এশা মদীনা জামাত বিশ্ব বেলায়েত মঞ্জিল দরবার শরীফ বাগমারা পূর্ব বাজার ব্যবস্থাপনায় মনোহরপুর শাহ আজগর আলী (র:) মাজার প্রাঙ্গনে শোহাদায়ে কারবালার মাহফিল সম্পন্ন হয়েছে। এ সময় শোহাদায়ে কারবালা’র শহীদের মর্যাদা এবং ত্যাগ নিয়ে আলোচনা করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক কুমিল্লার সময় পত্রিকার সম্পাদক রেদওয়ানুর রহমান সুমন, লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, ডুরিয়া ইফতেদায়ী মাদ্রাসা প্রধান হাফেজ মাওলানা আবদুল­াহ আল মামুন, গেইনের দহরা জামে মসজিদ খতিব হাফেজ শিমুল আহম্মদসহ মদীনা জামাত দরবারের সদস্যবৃন্দ।

            উক্ত মাহফিলে শোহাদায়ে কারবালা শীর্ষক আলোচনা শেষে মিলাদ কিয়ামের মাধ্যমে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত পরিচালিত হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন, মদীনা জামাত বিশ্ব বেলায়েত মঞ্জিল দরবার শরীফ বাগমারা পূর্ব বাজার পীর সাহেব শাহ সুফী মাওলানা আবু বকর ছিদ্দিকী নজির আহম্মদ।

Share This

COMMENTS