বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাইয়ে মাদকাসক্ত যুবকের ৬ মাসের জেল

লালমাইয়ে মাদকাসক্ত যুবকের ৬ মাসের জেল
Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাই উপজেলায় মাদক সেবন করে মাকে মারধরের দায়ে সোহরাব হোসেন (২৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

            গত শনিবার (২৬শে এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এ দন্ড দেন। সোহরাব উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।            স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না পেলে স্ত্রী, সন্তান ও মাকে মারধর করতেন। ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর সোহরাবের মা জুলেখা বেগম বলেন, ‘টাকার জন্য মারধর করত। কষ্ট করে পোষা ছাগলগুলোর গায়েও আগুন দিয়েছে। অনেক সহ্য করেছি, আল্লাহ যেন ওকে আর আমার মুখ না দেখায়।’

            সোহরাবের স্ত্রী কমলা বেগম (রুমা) বলেন, ‘নিজেকে শক্ত করেছি। এখন দুই সন্তান মানুষ করতে চাই।’

            স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘দীর্ঘদিন ধরে সোহরাব মাদক সেবন করে আসছিল। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সচেষ্ট।’

            লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘মাদক সেবনের খবর পেয়ে ইউএনওকে জানানো হয়। পরে অভিযান চালিয়ে তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।’

            উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মাদক নিয়ন্ত্রণ আইনে সোহরাব হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

Share This

COMMENTS