বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার

লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার
৫২ Views

            নিজস্ব প্রতিনিধি\ লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর পশ্চিম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাহার মিয়ার ছেলে রাসেল মামুন (৩২), রাসেলের ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জোবায়ের (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন (২০) ও আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)।

তাদের মধ্যে রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টার ও ব্যানার সাঁটিয়েছেন। আর ইয়াকুব হোসাইন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টারিং করেছেন। তবে এ বিষয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।

            লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া ৫ যুবক দত্তপুরের ২ প্রবাসীর বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছেন। তাই তাদের সেই ডাকাতির মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, এছাড়াও আটকদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Share This