বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাইয়ে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

লালমাইয়ে সড়কে প্রাণ  গেল পুলিশ সদস্যের
Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাইয়ে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (৩১) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গত শনিবার (১৩ই সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা-মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটায় মোড়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

            রিয়াজ উদ্দিন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘড়িমন্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি লালমাই থানায় (কম্পিউটার অপারেটর) পদে কর্মরত ছিলেন। গত ১৫ই আগস্ট তিনি লালমাই থানায় যোগদান করেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। ২০১৩ সালের মার্চ মাসে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

            রিয়াজের বাবা বেলাল হোসেন বলেন, ছেলে আমার অসুস্থতার খবর শুনে বাড়ি আসার পথে দুর্ঘটনায় নিহত হয়। আমার ছেলের বউ, ১ নাতি এবং ১ নাতনি রয়েছে।

            লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, কম্পিউটার অপারেটর রিয়াজের পিতার অসুস্থতার খবর শুনে সে বাড়ি যাওয়ার জন্য ছুটি নেয়। রাতে মোটরসাইকে যোগে বাড়ি রওয়ানা হলে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারে সজোরে ধাক্কায় মুখমন্ডলসহ বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share This

COMMENTS