বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাইয়ে ১০ ব্যবসায়ীকে অর্থদন্ড

লালমাইয়ে ১০ ব্যবসায়ীকে অর্থদন্ড
৫২ Views

            নিজস্ব প্রতিনিধি\ রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে লালমাই উপজেলা প্রশাসন গত বুধবার (৫ই মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার নেতৃত্বে একটি টিম বাজার মনিটরিং করে। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয় মূল্য সঠিক ও সহনীয় রাখা, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, অবৈধভাবে পণ্য মজুদ না রাখা এবং ভেজাল পণ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন।

            এছাড়া কিছু ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও হিমাদ্রী খীসা।

            দন্প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- সঞ্চিত পাল স্টোর, মেসার্স সমিরন বনিক, লক্ষী নারায়ন ভান্ডার, রমজান ওয়েল মিল, মমতা ওয়েল মিল, মনু মিয়া স্টোর, মিতু এন্টারপ্রাইজ, লোকনাথ ভান্ডার, অরুন স্টোর ও গাজী এন্টারপ্রাইজ।

            অভিযান ও বাজার মনিটরিংকালে উপস্থিত ছিলেন, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক ও উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।

            উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এবং ক্রেতা-বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এই অভিযান চলবে।

Share This