বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাই উপজেলা মডেল মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

লালমাই উপজেলা মডেল মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
১৫ Views

            খান মোহাম্মদ রুবেল হোসেন\ গত শুক্রবার (১লা আগষ্ট) পবিত্র জুম’আর নামাজের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, লালমাই এর তত্ত¡াবধানে পরিচালিত মডেল মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসার আন্তরিক প্রচেষ্টায় ইমাম ও খতিব হিসেবে মুফতি কারী মোহাম্মদ তাফাজ্জুল হোসেন,  মুয়াজ্জিন ও খাদেম নিয়োগের পর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। পবিত্র জুম্মার নামাজের পূর্বে উপস্থিত মুসল­ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মোস্তফা কামাল।

            এসময় উপস্থিত ছিলেন, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুবেল হোসেন, সদস্য মোঃ আজহার হোসেন রাকিব, সদস্য মোঃ সালামত উল্লাহসহ এলাকার  সকল সম্মানিত মুসল­ীগন।

            উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে ১ম তলায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের থাকা ও খাবারের ব্যবস্থা, আগত অতিথিদের জন্য ডাইনিং রুম, ২য় তলায় পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা, ৩য় তলায় মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা, দুই ঈদে নামাজের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ, বয়স্ক ব্যক্তিদের কোরআন শিক্ষা, ইসলামিক গণপাঠাগার, মুসলমানদের মৃত্যু পর গোসল করানো ব্যবস্থা এবং কবরস্থানে দাফনের জন্যে খাটিয়াসহ কোরআন ও হাদিসের আলোকে নিয়মিত চর্চা, প্রত্যেক তলায় ওযুর ব্যবস্থা ইত্যাদি সুযোগ-সুবিধা রয়েছে।

            উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্রটি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত হচ্ছে।

            উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এর মনোনীত উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহিন হোসেন, সাধারণ সম্পাদক পরতি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুর রাজ্জাক ভূঁইয়া, সদস্য উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ মোস্তফা কামাল, সদস্য  উপজেলা প্রকৌশলী, সদস্য লালমাই থানার সাব ইনস্পেক্টর (এস.আই) মোঃ জোনাব আলী।

Share This