বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাই থানার অবসরপ্রাপ্ত কনস্টেবল আব্দুল আউয়ালের বিদায় সংবর্ধনা

লালমাই থানার অবসরপ্রাপ্ত কনস্টেবল  আব্দুল আউয়ালের বিদায় সংবর্ধনা
১৮ Views

            নিজস্ব প্রতিনিধি\ গত বৃহস্পতিবার (৩১শে জুলাই) বিকেল ৪টায় লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে লালমাই থানার কনস্টেবল  আব্দুল আউয়ালকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামসহ সহকর্মীরা গাড়িতে ফুল সাজিয়ে অবসরজনিত কনস্টেবলকে বিদায় জানালেন।

            লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলামসহ সহকর্মীগন ফুলেল শুভেচ্ছা, ক্রস্টে ও শুভেচ্ছা উপহার প্রদান করেন বিদায়ী কনস্টেবলকে। ফল সাজানো গাড়িটি সদর দক্ষিণ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসে সংলগ্ন তাঁর বাসায় পৌঁছে দেয়া হয়েছে।

            উল্লেখ্য, ১৯৮৯ সালে চট্টগ্রাম জেলার নাসিরাবাদ থানায় যোগদান করেন কনস্টেবল আব্দুল আউয়াল। ব্যাক্তিগত জীবনে আব্দুল আউয়াল স্ত্রী, বড় মেয়ে ইঞ্জিনিয়ার, অনার্সে পড়–য়া ছোট মেয়ে ও একমাত্র ছেলে এইচএসসি পাশ করেছে। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় চাকুরীর মেয়াদের ৪ বছর পর্বেই তিনি অবসরে যান।

            লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, কনস্টেবল আবদুল আউয়াল একজন সৎ ব্যক্তি ছিলেন। চাকুরী জীবনে তিনি সততার সাথে দায়িত্ব পালন করেছেন। শারীরিক অসুস্থতার কারণে চাকুরির মেয়াদের ৪ বছর আগেই অবসরে চলে যান। আমরা আবদুল আউয়াল ও তাঁর পরিবারের মঙ্গল কামনা করছি।

Share This