বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাই সরকারি কলেজে মাদকবিরোধী সচেতনতামুলক সভা

লালমাই সরকারি কলেজে মাদকবিরোধী সচেতনতামুলক সভা
৪০৯ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বৈশাখী ‘-এর আয়োজনে কুমিল্লা  জেলা পুলিশ প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ বিভাগের সার্বিক  সহযোগিতায় লালমাই সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম সারওয়ার।

            প্রধান আলোচক ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সদর দক্ষিন থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য হাজী আব্দুর রহিম, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ, কুমিল্লার সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান মজুমদার। উপস্থাপনায় ছিলেন লালমাই সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সুলতানা পারভিন।

            সভায় সভাপতিত্ব করেন, লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত মাহবুব। সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share This

COMMENTS