সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গের আশঙ্কা: ‘গোপন সমঝোতা’ নিয়ে গোলাম পরওয়ারের অভিযোগ

লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গের আশঙ্কা: ‘গোপন সমঝোতা’ নিয়ে গোলাম পরওয়ারের অভিযোগ
১৯ Views

সরকার কোনো রাজনৈতিক দলের সঙ্গে ‘গোপন সমঝোতা’ করলে তা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডকে ন্যক্কারজনকভাবে ভঙ্গ করতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকার গোপন চুক্তির মাধ্যমে সম্প্রতি অনুমোদিত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনী বাতিল করে দিতে পারে, যার ফলে কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

বিবৃতিতে তিনি স্মরণ করিয়ে দেন, গত ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছিল, যাতে বলা হয় নির্বাচনী জোট থাকলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিএনপির একজন নেতার সঙ্গে সরকারের এক উপদেষ্টার তথাকথিত “জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট”-এর পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “যদি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল করা হয়, তা হবে অত্যন্ত ন্যক্কারজনক, অগণতান্ত্রিক এবং সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “বিএনপির এক উপদেষ্টার কথিত ‘জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট’-এর কারণে যদি উপদেষ্টা পরিষদ সভায় আরপিও সংশোধন বাতিল হয়, তবে তা আসন্ন জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বড় প্রশ্নের সৃষ্টি করবে।”

নির্বাচনের মাত্র চার মাস আগে সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের গোপন সমঝোতা বা যোগসাজশের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে নিরপেক্ষ নির্বাচন আয়োজন কার্যত অসম্ভব হয়ে পড়বে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

Share This

COMMENTS