শাহরাস্তি উপজেলা প্রশাসনের সাথে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের মতবিনিময় সভা
ফিরোজ বেপারী\ চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান শাহরাস্তিতে ব্যস্ততম দিন অতিবাহিত করেছেন। শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়, মডেল মসজিদ নির্মাণাধীন স্থান এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
গত ১৯শে ফেব্রæয়ারী দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, পৌরসভার মেয়র হাজি আবদুল লতিফ, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ, বিভিন্ন দফতরের প্রতিনিধি, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি ও মিডিয়ার ব্যক্তিবর্গ।
এছাড়াও তিনি শাহরাস্তি উপজেলার ঋণগ্রহীতা ও নারীদের স্বাবলম্বী করতে বিনা সুদে বিনিয়োগ ঋণ ও ক্ষুদ্র ঋণ প্রদান এবং কোমলমতি শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরন করেন।