শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে মুক্তিযুদ্ধের পর সংবাদমাধ্যম এমন  স্বাধীনতা উপভোগ করেনি: প্রেস সচিব

দেশে মুক্তিযুদ্ধের পর সংবাদমাধ্যম এমন স্বাধীনতা উপভোগ করেনি: প্রেস সচিব

১০৭ Views

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমানে গণমাধ্যম স্বাধীন। গত ৫৩ বছরে স্বাধীনতার পর গণমাধ্যমে এত বেশি স্বাধীনতা কেউ কোনও দিন এনজয় করেননি। মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) একটি প্রতিবেদন নিয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশের সাংবাদিকরা নানা ধরনের হুমকি ও মারধরের সম্মুখীন হচ্ছেন, এ সম্পর্কে তারা জানেন কিনা? জবাবে শফিকুল আলম বলেন, আমরা যেকোনও প্রতিবেদনকে সাধুবাদ জানাই। কিন্তু কথা হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পাই যে বিচ্ছিন্ন দু-একটি ঘটনাকে সামনে রেখে অনেক ধরনের কমেন্ট করা হয়। তিনি সিপিজেকে আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমে স্বাধীনতার প্রকৃত অবস্থাটা কী তারা যেন বাংলাদেশে এসে দেখে যায়। প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, বাংলাদেশে এখন গণমাধ্যম স্বাধীন, সাংবাদিকরা যে স্বাধীনতা ভোগ করছেন, গত ৫৩ বছরে ১৯৭১ সালের পর এত বেশি স্বাধীনতা কেউ এনজয় করেননি। কেউ বলতে পারবেন না আমরা কোনও পত্রিকাকে রিপোর্ট নামিয়ে ফেলতে বলেছি।

কেউ বলতে পারবেন না আমরা কাউকে হুমকি দিয়েছি, কাউকে প্রভাবিত করেছি বা চাপ দিয়েছি, এমন কোনও ঘটনা হয়নি। তবে, কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা বিচ্ছিন্নভাবে আক্রমণের শিকার হয়েছেন। সেসব বিষয়ে আমরা পুলিশকে দিয়ে তদন্ত করিয়েছি। আমরা দেখেছি, কিছু কিছু বিষয়ে সাংবাদিকরা অভিযোগ দায়ের করতে চান না। প্রেস সচিব বলেন, আমরা চাই সাংবাদিকরা নির্ভয়ে সাংবাদিকতা করবেন, তারা সব ধরনের প্রতিবেদন করবেন। সেই প্রতিবেদন যদি আমাদের বিপক্ষেও হয়, মোস্ট ওয়েলকাম। আমরা সবার ফ্রিডমে বিশ্বাসী। Ref: banglatribune/ banglapost

Share This