শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

<span class="entry-title-primary">সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা</span> <span class="entry-subtitle">ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে  নিহত ৭৩৭, আহত ২৩ হাজার</span>

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত ৭৩৭, আহত ২৩ হাজার

২১ Views

            ষ্টাফ রিপোর্টার\ জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৭৩৭ জন শহীদ হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। আহত হয়েছেন ২২ হাজার ৯০৭ জন। গত ৭ই অক্টোবর (সোমবার) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে সারা দেশে (৬ই অক্টোবর পর্যন্ত) মোট শহীদের সংখ্যা ৭৩৭ জন। তবে এটা ভেরিফায়েড নয়। ছাত্রদের একটা তালিকা আছে। সেখানে বলা হয়েছে, নিহত দেড় হাজারের বেশি। ছাত্ররা তাদের তালিকা আমাদের দিলে আমরা ক্রস চেক করে দেখবো। তিনি বলেন, আন্দোলনে আহত হয়েছেন ২২ হাজার ৯০৭ জন । এর মধ্যে ৪০০ জন চোখ হারিয়েছেন। দুই চোখ হারিয়েছেন ২০০ জন।

            নুরজাহান বেগম বলেন, আগামীকাল দুই মাস পূর্ণ হবে অন্তর্র্বতী সরকারের। আমরা এতদিন কি কাজ করলাম। আমরা যখন দায়িত্ব এলাম, তখন হাসপাতালগুলোতে রোগীর চাপ ছিল। চোখ অন্ধ হয়ে গেছে, এমন ছাত্র-জনতা আছেন। হাত-পা কেটে ফেলতে হয়েছে এমন ছাত্র-জনতা আছেন।

Share This