
সমবায় কর্মকর্তাকে ছুরিকাহত করার মামলায় গ্রেপ্তার-১

বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে সমবায় কর্মকর্তাকে ছুরিকাহত করার মামলায় একজনকে গ্রেপ্তার করেছেন বিরামপুর থানা পুলিশ। আজ শুক্রবার ২১মার্চ ২০২৫ বিকাল ৪টার দিকে এজাহার নামীয় ৩নং আসামীকে গ্রেপ্তার করেছেন বলে নিশ্চিত করেন বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামী হলেন শিয়ালা গ্রামের শহিদুল ইলসামের ছেলে মোঃ রাকিব (২২)।
গত বুধবার ১৯ মার্চ উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল যুকদের মারামারি শুরু হয়। মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাহত হয়েছিলেন সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান। তিনি আসন্ন ঈদ ফিতর উপলক্ষে ২০২৪-২৫ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মস‚চির আওতায় বিনা ম‚ল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কাজে দিওড় ইউনিয়নে ট্যাগ অফিসার (তদারকি কর্মকর্তা) হিসেবে দায়িত্বে ছিলেন।
মারামারির সময় ওই কর্মকর্তার মাথায় মনিরুল ইসলাম (২৭) নামের এক যুবক আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।
পরে ওই ঘটনায় শিয়ালা গ্রামের মনিরুল ইসলাম (২৭), মো. রাকিব (২২) ও আঠারো জানি গ্রামের নজরুল ইসলামসহ (২৫) অজ্ঞাতনামা তিন থেকে চারজনের বিরুদ্ধে থানায় একটি এজাহার করেন সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান।
সমবায় কর্মকর্তা রকিবুল হাসান দৈনিক কালবেলা বলেন, দিওড় ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কাজে তদারকি কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। বেলা তিনটার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েকজন যুবকের চিল্লাচিল্লির শব্দ শুনতে পান। পরে অফিস কক্ষ থেকে বেরিয়ে বাইরে দুই তরুণকে হাতাহাতি করতে দেখেন। বিশৃঙ্খলা দেখে তিনি তাঁদের মারামারি থামাতে যান। তখন মনিরুল ইসলাম নামের একজন চাকু বা ছুরি জাতীয় কিছু দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক দৈনিক কালবেলাকে জানান, সমবায় কর্মকর্তা রকিবুল হাসানকে ছুরিকাহত করার মামলায় আজ একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের জোর প্রক্রিয়া চলছে।