মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত
৪৫০ Views

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ বছর সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই আদেশ জারি হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোকলেস উর রহমান।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী চাকরিতে যোগদানের সময় এবং প্রতি পাঁচ বছর অন্তর সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এতদিন এই নিয়ম কার্যকর না হলেও অন্তর্বর্তী সরকার এবার এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতি রোধ এবং জবাবদিহি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Share This