শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা
১২৬ Views

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যান্য ব্যক্তিরা হলেন: সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মো. আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বিধিনিষেধ এবং শেয়ারবাজার সংক্রান্ত আইন লঙ্ঘন করে শত শত কোটি টাকা অবৈধভাবে বিনিয়োগ করেছেন এবং সম্পদ অর্জন করেছেন—এমন একটি অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশত্যাগ করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

আদালত বিষয়টি আমলে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Share This

COMMENTS