সাপ্তাহিক লাকসামবার্তার অগ্রযাত্রা অব্যাহত থাকুক


মাসুম বিন নোমানঃ দক্ষিণ কুমিল্লার সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় ‘সাপ্তাহিক লাকসামবার্তা’ বিগত ২৯ বছর অত্রাঞ্চলের উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে অগ্রনী ভ‚মিকা পালন করে ৩০তম বর্ষে পদার্পন করেছে। বস্তÍুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমানুষের কণ্ঠস্বর সাপ্তাহিক লাকসামবার্তা এ যাত্রা এ এলাকার গনমানুষের জন্য নিঃসন্দেহে গৌরবের। তিন দশকের এই দীর্ঘ পথচলায় পত্রিকাটি শুধু একটি সংবাদমাধ্যম হিসেবেই নয়; বরং লাকসাম ও আশপাশের তথা দেশের দক্ষিণ অঞ্চলের এলাকার উন্নয়ন, শিক্ষা সংস্কার এবং সামাজিক সচেতনতার এক বিশ্বস্ত সহযাত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে সাপ্তাহিক লাকসামবার্তা নিয়মিতভাবে অবকাঠামোগত সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক অনিয়ম তুলে ধরে দায়িত্বশীল মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। এর সাহসী ও বস্তÍুনিষ্ঠ প্রতিবেদনের ফলে অনেক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে, যা এলাকার সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
বিশেষ করে শিক্ষা সংস্কার ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে এই পত্রিকার অবদান প্রশংসনীয়। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক ও মানবিক শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে সচেতনতামূলক লেখার মাধ্যমে পত্রিকাটি অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে।
এছাড়া সামাজিক মূল্যবোধ, ধর্মীয় ও নৈতিক চেতনা, সংস্কৃতি, তরুণ সমাজের দায়িত্ববোধ এবং মানবিক উদ্যোগ তুলে ধরার মাধ্যমে সাপ্তাহিক লাকসামবার্তা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
৩০ বছরের এই গৌরবময় যাত্রায় সম্পাদকমন্ডলীসহ সংশ্লিষ্ট সাংবাদিক, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি রলো আন্তরিক অভিনন্দন। আগামীতেও সত্য, ন্যায় ও জনকল্যাণের পথে সাপ্তাহিক লাকসামবার্তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে- এই প্রত্যাশায় নতুন বর্ষে উষ্ঞ শুভেচ্ছা।
লেখকঃ সহকারী অধ্যাপক (আরবি), ফুলগাঁও ফাযিল (ডিগ্রি) মাদরাসা, লাকসাম, কুমিল্লা ও পিএইচ.ডি (গবেষক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
