মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক করায় বরুড়ায় আনন্দ মিছিল

সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনকে কুমিল্লা দক্ষিণ  জেলা বিএনপির আহবায়ক করায় বরুড়ায় আনন্দ মিছিল
১৩৯ Views

            নিজস্ব প্রতিনিধি\ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত করায় বরুড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বরুড়া পৌর শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

            গত রোববার (২রা ফেব্রæয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত অনুমোদিত কমিটি প্রকাশিত হওয়ার পর নেতা কর্মীরা এ আনন্দ মিছিল বের করে। সহ¯্রাধিক নেতাকর্মী এ আনন্দ মিছিলে শরিক হন।

            বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাজারের বিভিন্ন পয়েন্টে ব্যানার ফেস্টুন উত্তোলন করেন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

            আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খায়রুল এনাম খান তৌফিক, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা বিএনপির সহ.সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ.সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নূরু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব মোঃ মমিনুল হক লিটন, পৌর যুবদলের আহবায়ক আক্তার হায়দার, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক আমির হোসেন, নাছির উদ্দীন, মোঃ জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল জলিল সদস্য সচিব মোঃ ওমর ফারুক রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন কমিশনার সদস্য সচিব মোস্তফা জামান হানিফ, উপজেলা ওলামা দলের আহবায়ক অধ্যক্ষ মাওলানা ইউনুস ওয়াজেদী, পৌর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ রবিউল, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মোস্তাকিন পাটোয়ারী, সদস্য সচিব লিটন পন্ডিত, পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ তৌকির আলম পাভেল, সদস্য সচিব নজরুল ইসলাম সাদ্দাম, পৌর সদর ওয়ার্ড যুবদলের সভাপতি মাছুম ভূঁইয়া মাসুদ প্রমুখ।

            পৌর সদর বাজার ছাড়াও বরুড়ার আমড়াতলী বাজার, খোশবাস বাজার, ঝলম বাজার, আড্ডা বাজার, লক্ষীপুর বাজার, পয়ালগাছা বাজার, বাতাইছড়ি বাজারসহ বিভিন্ন গ্রাম ভিত্তিক বাজারে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

Share This

COMMENTS