সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ আর নেই


সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ আর নেই। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, তিনি রাতটি ওই কক্ষে অবস্থান করছিলেন। সকাল পর্যন্ত কোনো সাড়া না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ কক্ষের দরজা খুলে তাঁকে অচেতন অবস্থায় পান।
চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক সেনাপ্রধান ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে একা ছিলেন। দীর্ঘ সময় কক্ষ থেকে না বের হওয়ায় সন্দেহ হয় এবং দুপুর ১২টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দরজা খুলে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকদের ধারণা, রাতে ঘুমের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে এসে তাঁর পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।